বিনোদন

বিবাদ ভুলে আবারও এক হলেন পরীমণি ও শরিফুল রাজ

অনেকেই ধারণা করছিলেন, ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি রাজ-পরীকে হয়তো আর একসঙ্গে দেখা যাবে না।
সম্পর্কের টানাপড়েন যেন পিছুই ছাড়ছে না এই জুটির। এমনকি গত ১০ আগস্ট রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঘটা করে একমাত্র ছেলে ‘শাহীম মুহাম্মদ রাজ্য’র প্রথম জন্মদিন পালন পরীমণি। প্রথম সেই আয়োজনে ছিলেন না রাজ্যের বাবা শরিফুল রাজ।
কিন্তু নানা নাটকীয়তার পর বিবাদ ভুলে আবারও এক হলেন পরীমণি ও শরিফুল রাজ। বুধবার (১৬ আগস্ট) রাতে সন্তানকে নিয়ে একসঙ্গে কেক কাটতে দেখা গেল তাদের।
গানবাংলার স্টুডিওতে তাপস ও ফারজানা মুন্নীর সঙ্গে দেখা গেল রাজ-পরীকে। বিশেষ সেই মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে তাপসের ফেসবুক পেজ থেকে। তিনি ক্যাপশনে লেখেন, রাজ্য বাবার জন্মদিন উদযাপন করা হচ্ছে টিএম-এর পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button