জাতীয়

বেসরকারি ব্যবস্থাপনায় সাধারন ও ইকোনমি হজ প্যাকেজ ঘোষণা হাবের

বেসরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালের সাধারণ ও ইকোনমি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম আগামী ২ মার্চ (সোমবার) থেকে শুরু হবে বলে জানিয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসাইন তসলিম। এ কার্যক্রম চলবে ৩০ মার্চ পর্যন্ত

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টোরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যাকেজ ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য কুরবানি ছাড়া ২টি প্যাকেজ মূল্য রয়েছে। সাধারণ প্যাকেজে সর্বনিম্ন প্যাকেজ মূল্য ৩ লাখ ৬১ হাজার ৮০০ টাকা। ইকোনমি প্যাকেজের মূল্য ৩ লাখ ১৭ হাজার টাকা। এছাড়াও স্ব-স্ব এজেন্সি প্যাকেজ করতে পারবে।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর মোট ১ লাখ ৩৭ হাজার ১৯৮জন বাংলাদেশি হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার বাংলাদেশি হজ পালন করতে পারবেন।

হাবের দুটি প্যাকেজ ছাড়াও প্রত্যেক এজেন্সি স্ব-স্ব প্যাকেজ করতে পারবে, তবে কোনো প্যাকেজই হাব ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মূল্য থেকে কম হতে পারবে না।

হাব সভাপতি আরও বলেন, প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি অারোপ করলে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং তা হজ যাত্রীকে অবশ্যই পরিশোধ করতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button