জাতীয়

৩৮ ঘণ্টা পর সচল হল এনআইডি সার্ভার

নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার,দীর্ঘ ৩৮ ঘণ্টা পর সচল হয়েছে।

আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সবসময় চেষ্টা করে এটাকে সচল রাখার জন্য। ১৪ আগস্ট রাত ১২টার দিকে আমরা এটা বন্ধ করে দিয়েছি। কারণ মেইনটেন্যান্স থেকে আমাদের কিছু মেসেজ এলো, কিছু থ্রেট আসতে পারে। আজ দুপুরে চালু করা হয়েছে।’

এর আগে সকালে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাইবার হামলার আশঙ্কায় সার্ভার বন্ধ রাখার বিষয়টি জানিয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button