রাজকূট
খালেদা জিয়ার সাথে দেখা করলেন মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ আগস্ট) রাত দশটার দিকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার এবং চিকিৎসার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। বিএনপি মহাসচিব প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বলেও জানান শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপির চেয়ারপারসনের সাথে দেখা করা মির্জা ফখরুলের রুটিন ওয়ার্কের অংশ ছিল।