জাতীয়

সমন্বিত বা কেন্দ্রীয় নয়, গুচ্ছ পদ্ধতিতেই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

চলতি বছরেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা গ্রহন করার সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রীয়ভাবে পরীক্ষা গ্রহন করার সিদ্ধান্ত নেয় কতৃপক্ষ। এবার সেই সিদ্ধান্ত থেকেও সরে আসলো তারা।

কেন্দ্রীয় কিংবা সমন্বিত ভর্তি পরীক্ষা নয়, গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ইউজিসি চেয়ারম্যান এ সিদ্ধান্তের কথা জানান।

চলতি বছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত এবং পরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি।

কিন্তু ঢাকা বিশ্বিবিদ্যালয় (ঢাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) উচ্চশিক্ষার এই নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তে অটল থাকে। এ পরিস্থিতিতে আবারও সভা ডাকে ইউজিসি। আর সেই সভাতেই সমন্বিত অথবা কেন্দ্রীয় পরীক্ষাপদ্ধতি থেকে সরে আসলো ইউজিসি।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button