জাতীয়

মিঠাপুকুরে সাংবাদিকদের মারধর ক্যামেরা ছিনতাই করে তাদের বিরুদ্ধেই মানববন্ধন

মিঠাপুকুরে শ্বাশুড়ি এবং ছেলের বৌয়ের পারিবারিক দ্বন্দ্বের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের মারধর ও ক‍্যামেরা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এমনকি সেই সাংবাদিকদের বিরুদ্ধে উল্টো থানায় অভিযোগ দেওয়াসহ সাধারণ জনগণকে উস্কে দিয়ে মানববন্ধন করার অভিযোগ উঠেছে মসজিদ কমিটির বিরুদ্ধে।

ভুক্তভোগী নুরবানু বেগম মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সদস‍্য মুরাদ খানকে জানালে তিনি ঘটনাস্থলে যান। তিনি সেখানে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত মেসবাহুল রহমান, সাদেকুল ইসলাম,মাসুদ-গংয়ের বক্তব্য নিতে চাইলে অভিযুক্তরা সাংবাদিক মুরাদ খানের উপর চড়াও হন। এবং তাকে মারধর সহ ক্যামেরা কেড়ে নেন।

এমতাবস্থায় মুরাদ ও তার সহযোগী রায়হান আহত অবস্থায় মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজিজুল ইসলামের সহযোগিতা চেয়ে ঘটনাস্থলে ডাকেন। তিনি ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন‍্য মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে তিনি সাংবাদিকদের কাছ থেকে কেড়ে নেওয়া ক‍্যামেরা ফেরত চাইলে অভিযুক্তরা বলেন,আপনারা চলে যান আগামীকাল বিষয়টি মিমাংসা করে ক‍্যামেরা ফেরত দেওয়া হবে।

তবে অভিযুক্তরা বিষয়টি আবারো কালক্ষেপণ করে ক‍্যামেরা ফেরত দিতে না চাইলে এ বিষয়ে মিঠাপুকুর থানায় ভুক্তভোগী সাংবাদিক মুরাদ খান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এই অভিযোগের বিষয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে,দু-পক্ষকে থানায় ডেকে আসেন। তবে অভিযুক্তরা তা না করে সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন এবং মসজিদ কমিটির লোকজনকে উস্কে দিয়ে ৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদনী চাঁদপুর গ্রামে সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন করেন।

মিঠাপুকুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে দূর্নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচার করায় একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে লোকজনকে উস্কে দিয়ে মানববন্ধন করেছে। প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মুরাদ খান জানান, আমাদের মারধর করে ক্যামেরা ছিনতাই করা হয়েছে। কতিপয় কিছু ব্যক্তি আমাদের সুনাম ক্ষুন্ন করতে আমাদের বিরুদ্ধে মানববন্ধন ও অপপ্রচারে লিপ্ত হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ওসি মোস্তাফিজার রহমান জানান, বিষয়টি নিয়ে বসার কথা বলেছি। উভয়পক্ষকে নিয়ে বসে বিষয়টি সমাধান করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button