ফেসবুক থেকে

ইমু চ্যাট ইঞ্জিন নিয়ে সতর্ক: সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের নাজমুল ইসলাম

ইমু চ্যাট ইঞ্জিন থেকে দূরে থাকুন। দ্বিতীয়ত, যদি ব্যবহার করেন তবে ইমু থেকে আসা কোন কোড কাউকেই শেয়ার করবেন না, তাতে আপনার ইমু এক্যাউন্ট হ্যাকড হয়ে যেতে পারে আর আপনি বিপদে পরবেন।

 

 

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিট                                     অ্যাডিশনাল ডেপুটি কমিশনার                                 নাজমুল ইসলাম 

 

 

 

বেশি কিছুদিন ধরে ইমু একাউন্ট নিয়ে অভিযোগ পাচ্ছি। ইমু একাউন্ট অন্যান্য চ্যাট ইঞ্জিনগুলোর মতো নয়। একটা ইমু একাউন্ট কয়েকটা মোবাইল সেটে একসাথে চলতে পারে। সেক্ষেত্রে, কোনভাব দুষ্টু লোকগুলো আপনার ইমু একাউন্টের কোড পেয়ে যায়, তাহলে সে এই একাউন্টটা অন্য কোন ডিভাইস থেকে খুলতে পারবে। আপনার হয়েই সে চ্যাট পড়তে পারবে বা চ্যাট করতেও পারবে। এখন এক ধরনের হ্যাকার রয়েছে ইমু একাউন্টের, আপনার কোন আত্নীয়ের একাউন্ট হ্যাক করে, আপনাকে নখ করে বলবে, যে আপনার একাউন্টে একটা কোড গিয়েছে কোডটা দিন।

আপনি যদি কোডটা দিয়ে দেন, তাহলে সে আপনার একাউন্ট কন্ট্রোলে নিতে পারবে। এভাবে সে চেইন আকারে কন্ট্রোলে নিতে পারবে। তাই কেউ যদি আপনার ইমু একাউন্টে কোড এসেছে বলে ফোন দেয়, এই কোডটি আপনি তাকে দিবেন না।

তাই আমি সতর্ক করবো, আপনারা হোওয়াটস্আপ, ভাইবার, টেলিগ্রাম ব্যবহার করুন। ইমু থেকে দূরে থাকুন। ইমু চ্যাট এ দূর্বলতা আছে। এটি হ্যাকড হয়ে গেলে ফিরে পাওয়া মুশকিল। এতে আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন।

 

https://www.facebook.com/GotoNajmulSumon/videos/610384189781881/UzpfSTUyNzc4NjU2NToxMDE1NjgxMjc5NzUxNjU2Ng/

Related Articles

Leave a Reply

Back to top button