রাজনীতি

দলে সুবিধাভোগীদের অনুপ্রবেশ ঘটেছে; কাউকে ছাড় দেয়া হবে নাঃ তথ্যমন্ত্রী

পর পর তিনবার ক্ষমতায় থাকার কারণে কিছু সুবিধাভোগী ও অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। তাদের ছাড়া দেয়া হচ্ছে না।তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু জীবনী নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি।

তিনি বলেন, অনেক সুবিধা ভোগী এখনো দলে অবস্থান করছেন। দল তাদের চিহ্নিত করচ্ছে। তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেকের উপর নজর রেখেছে। অভিযান চলমান রয়েছে।

এনু-রুপনের মত যারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, তারা দল,দেশ বা মানুষের শত্রু। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী।

ক্ষমতায় থাকলে কাজ করতে হয়। কাজ করলে ভুল হয়। ভুলের সমালচনাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু অযৌক্তিক সমালচনা গ্রহণযোগ্য নয়। বিএনপি অন্ধভাবে সরকারের সব কাজের সমালচনা করে। এটা মূর্খতার পরিচয়। হাসান মাহমুদ বলেন, এ ধরণের নেতিবাচক মানুষিকতা থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button