খেলা

লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম

কোমড়ের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল।

দীর্ঘদিন ধরে কোমরের ব্যথায় ভুগছেন তামিম ইকবাল। তাই উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি। সেখানে অস্ত্রোপচারের কথা থাকলেও আপাতত অপারেশন করাচ্ছেন না বাঁহাতি এই ওপেনার। তবে কোমরের ডিস্কে সবমিলিয়ে ৫টি ইনজেকশন নিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের এই অধিনায়ক।

সোমবার বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকায় পা রাখেন তামিম।

জানা গেছে, দেশে ফিরে আপাতত ১৪ দিনের বিশ্রামে থাকতে হচ্ছে তামিমকে। এরপর ধীরে ধীরে অনুশীলনে ফিরবেন টাইগার এই ওয়ানডে অধিনায়ক। তবে এদিন বিমানবন্দরে পা রেখে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি।

সংবাদমাধ্যমকে এড়িয়ে সেখান থেকে সোজা বাসার উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

এশিয়া কাপ ও বিশ্বকাপে ইনজুরি কাটিয়ে তামিম ফিরলেও অধিনায়ক হিসেবে থাকবেন কি না দুই পক্ষের সেই আলোচনা শেষে এমন সব প্রশ্নের উত্তর মিলবে।

এদিকে, আজ মিরপুরে শুরু হয়েছে টাইগার ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। এ ক্যাম্প সামনে রেখে প্রাথমিক দল দেয়ার কথা ছিল। শেষমেশ তা আর হয়নি। ৩২ ক্রিকেটারকে ক্যাম্পে ডেকেছে বিসিবি।

স্কিল অনুশীলন শুরুর আগে একেবারে ২১-২২ সদস্যের দল দেয়া হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

Related Articles

Leave a Reply

Back to top button