আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্থগিত

পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবমাননার মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রধান ইমরান খানের বিরুদ্ধে করা গ্রেফতারি পরোয়ানা স্থগিত করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে মামলার অভিযোগ গঠন আগামী ২ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। খবর দ্য ডনের।
মঙ্গলবার (২৫ জুলাই) অবমাননার এই মামলায় প্রথমবারের মতো কমিশনে হাজির হন ইমরান খান। পরে পিটিআই প্রধানের উপস্থিতিতে শুনানি শেষে মামলার অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে কমিশন।
এর আগে সোমবার (২৪ জুলাই) ইমরান খানের বিরুদ্ধে পরোয়ানা জারি করে ইসিপি। একই সঙ্গে তাকে গ্রেফতারের পর নির্বাচন কমিশনে হাজির করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়।
পরোয়ানা জারির পর মঙ্গলবার নির্বাচন কমিশনে হাজির হন পিটিআই প্রধান। পরে পিটিআই প্রধানের উপস্থিতিতে শুনানি শেষে মামলার অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা স্থগিত করে কমিশন।

Related Articles

Leave a Reply

Back to top button