ক্রীড়াঙ্গন

কানাডায় সাকিব-লিটন , তাসকিন-মুশফিক জিম্বাবুয়েতে

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। ঘরের মাঠের এই সিরিজ শেষে এখন বিশ্রামে ক্রিকেটাররা। তবে আপাতত সেই সুযোগ পাচ্ছেন না সাকিব, লিটন, মুশফিক ও তাসকিনরা।
কেননা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে অংশ নিতে দেশ ছেড়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় কানাডার উদ্দেশে দেশ ছাড়লেন ডানহাতি এই ব্যাটার। টুর্নামেন্টে সারে জাগুয়ার্সের হয়ে খেলবেন তিনি।
এদিকে রাতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান দেশ ছেড়েছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগের উদ্দেশ্যে। তিনি মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন এই টুর্নামেন্টে। দেশ ছাড়ার আগে বিমান বন্দরে সাকিব-তসকিনের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট দিয়ে মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম..জিম আফ্রো টি-টেন টুর্নামেন্টে যাচ্ছি…প্রার্থনা চাই’
অপরদিকে জিম-আফ্রো টি-টেন লিগের উদ্বোধনী সংস্করণে অংশ নিতে জিম্বাবুয়ে যাচ্ছেন তাসকিন আহমেদও। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাকিবের সঙ্গে বিমানের ভিতর সেলফি তুলে এক পোষ্টে লেখেন, ‘জিম আফ্রো টি-টেন লিগের অপেক্ষায়। আপনার আমাদেরকে প্রার্থনায় রাখুন’
জিম-আফ্রো টি-টেন লিগে জোবার্গ বাফেলোস হয়ে খেলবেন মুশফিক। আর বুলাওয়েও ব্রেভসে খেলবেন টাইগার পেসার তাসকিন আহমেসদ।
উল্লেখ্য, কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট শুরু হবে ২০ জুলাই থেকে, ফাইনাল ৬ আগস্ট। গ্লোবাল টুর্নামেন্টে শেষে লঙ্কা প্রিমিয়ার লিগে অংশ নিবেন টাইগার অলরাউন্ডার। তবে পুরো আসর খেলা হবে না সাকিবের। কানাডার লিগ শেষ হলে ৬ আগস্ট নাগাদ এলপিএলে যোগ দেবেন সাকিব। অবশ্য আসর শুরু হবে ৩০ জুলাই থেকে। ফাইনাল ২০ আগস্ট। লঙ্কা প্রিমিয়ার লিগে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে গল টাইটান্স।

Related Articles

Leave a Reply

Back to top button