জাতীয়

রাকিব হত্যার ঘটনায় মূল আসামিসহ তিনজন গ্রেপ্তার

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আদনান সাঈদ রাকিব হত্যার ঘটনায় মূল আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। এসময় আসামিদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার (১৭ জুলাই) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আগামী মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

রোববার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি থানার শেখ জামাল ক্লাবের ফুটপাতের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আদনান সাইদ রাকিব নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়। সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button