আন্তর্জাতিক

আফগানিস্তানে বিমান হামলা: নিহত ৪ আইএস জঙ্গি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ৪ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার আফগান স্পেশাল ফোর্সেসের কমান্ড এ খবর জানিয়েছে।

আফগান ন্যাশনাল আর্মির স্পেশাল অপারেশন কর্পস তাদের বিবৃতিতে জানিয়েছেন, “নির্ভরযোগ্য গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে চকয় জেলায় এই বিমান হামলা চালানো হয়েছিল, যেখানে আইএস জঙ্গিদের তৎপরতার ইঙ্গিত পাওয়া গেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাস্থলে থাকা সন্ত্রাসীরা অতীতে কুনার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।
তবে কুনার ও পার্শ্ববর্তী নাঙ্গারহার প্রদেশে উপস্থিত আইএস জঙ্গি সংগঠনটি এখনও পর্যন্ত এই বিষয়ে মুখ খুলেননি।

Related Articles

Leave a Reply

Back to top button