বিনোদনসাহিত্য ও বিনোদন

কলকাতার ওয়েব সিরিজে চঞ্চল

অভিনেতা চঞ্চল চৌধুরী আবারো কলকাতার সিরিজে অভিনয় করতে যাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা কমলেশ্বর মুখোপাধ্যায়, একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন, যা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত হবে এটি। খবর: আনন্দবাজার।

জানা গেছে, ‘গণদেবতা’ শিরোনামের এই সিরিজে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। এতে দুর্গার চরিত্রে দেখা যাবে অরুণিমা ঘোষকে। রয়েছেন কিঞ্জল নন্দ, লোকনাথদের মতো অভিনেতারা।

কলকাতার কমলেশ্বর জানিয়েছেন, চিত্রনাট্য এখনও চূড়ান্ত না হলেও, অনেকটাই কাজ এগিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তাদের।

চল্লিশের দশকের গোড়ায় প্রকাশিত ‘গণদেবতা’ ব্রিটিশ রাজ, সেই সময়ের গ্রামবাংলার পরিস্থিতি,শিল্পব্যবস্থার কথা তুলে ধরেছিল। পরে তারাশঙ্করের লেখা ‘পঞ্চগ্রাম’ উপন্যাসটিকে ‘গণদেবতা’র অংশ হিসেবে ধরা হয়। কমলেশ্বর জানালেন, এই দুই উপন্যাস নিয়েই তিনি তার ওয়েব সিরিজ সাজাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button