জাতীয়

মুজিবপিডিয়ার মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বকোষ ‘মুজিবপিডিয়া’র মোড়ক উন্মোচন করেন।

আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ‘মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক কামাল চৌধুরী, সম্পাদক ফরিদ কবির, নির্বাহী সম্পাদক আবু মো. দেলোয়ার হোসেন, স্পন্সর সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং এর ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মুজিবপিডিয়ায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তার দীর্ঘ সংগ্রামের সঠিক তথ্য রয়েছে। প্রধানমন্ত্রী ‘মুজিবপিডিয়া’তে বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কিত লেখাগুলো সংশোধন ও সম্পাদনা করেন। হিস্ট্রি অ্যান্ড কালচার সার্কেল বাংলাদেশ লিমিটেড বইটি প্রকাশ করেছে এবং আগমী প্রকাশনী বইটির পরিবেশক । এটিতে ৫৯১টি লেখা এবং প্রায় সাড়ে ৭’শ ঐতিহাসিক ছবি রয়েছে। ৯৭ জন লেখক, গবেষক, ইতিহাসবিদ এবং সাংবাদিক বইটিতে অবদান রেখেছেন।

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, লেখক ও ইতিহাসবিদ মুনতাসির মামুন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, হারুন-উর-রশীদ, আতিউর রহমান, গবেষক ও প্রাবন্ধিক মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবুল মোমেন প্রমুখ বইটিতে লিখেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button