জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকায় গাজী শামীম (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলার বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে রবিবার (৯ জুলাই) রাত সাড়ে ৮টায় তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৭ (শনিবার) সকালে এই মামলায় মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড় থেকে আটক করা হয়।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সন্ত্রাসী হামলায় আহত হওয়ার পর বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button