খেলা

বাংলাদেশকে ৩২২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

শনিবার (৮ জুলাই) চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-আফগানিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৩১ রান করেছে সফরকারীরা। এতে জয়ের জন্য ৩৩২ রান করতে হবে লিটন দাসের দলকে।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে সফরকারী আফগানিস্তান। এদিন আফগানদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করে ২৫ রান করেন মোহাম্মদ নবী। এতে ৩৩১ রানে শেষ হয় আফগানদের ইনিংস।
এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন সাকিব, মুস্তাফিজ, হাসান ও মিরাজ। এছাড়াও একটি উইকেট তুলে নেন এবাদত হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button