খেলা

তামিমের অবসর ভেঙে ফেরায় বিসিবি প্রধানের স্বস্তি প্রকাশ

অবসরের ঘোষণা দেওয়ার পর আবারো খেলায় ফেরায় বেশ স্বস্তি প্রকাশ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

তামিমের অবসরের ঘোষণা দেওয়ার পরদিন শুক্রবার (৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন তামিম। তামিমের সঙ্গে গণভবনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

সাক্ষাৎ শেষে গণভবনের বাহিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘রিটায়ারমেন্টের যে চিঠিটা ও দিয়েছে সেটা সে উইথড্র করেছে। এখন সে অবসরে যাচ্ছে না। যেহেতু সে মানসিক ও শারীরিকভাবে ফিট না, সে কারণে ও দেড় মাস সময় চেয়েছে। দেড় মাস পর সে ফিরে আসবে। এই সিরিজে সে থাকছে না।’

তামিমের অবসর ভেঙে ফেরায় বেশ স্বস্তি প্রকাশ করছেন বিসিবি বস। পাপন বলেন, ‘এটা অবশ্যই স্বস্তির। আমাদের ক্যাপ্টেন না থাকলে আমরা খেলব কি করে?’

দেড় মাসের ছুটি কাটিয়ে আশা করা যাচ্ছে এশিয়া কাপের মধ্য দিয়ে ফিরবেন বাঁহাতি এই ক্রিকেটার।

Related Articles

Leave a Reply

Back to top button