খেলা

সিদ্ধান্ত বদলে তামিমকে দলে ফেরার আহ্বান পাপনের

আকস্মিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিমের অবসরে অবাক হয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও।
বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে জরুরি সভা শেষে সংবাদমাধ্যমের সামনে এমনটাই প্রকাশ করলেন পাপন।
তিনি বলেন,  ‘আমার পক্ষে কোনোভাবেই বোঝার উপায় ছিল না এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে। ব্যক্তিগতভাবে ওর (তামিম) ভবিষ্যত নিয়ে কয়েকবার কথা বলেছি। ও বলেছে পরের চ্যাম্পিয়নস ট্রফি অবধি খেলবে। এরপর বিশ্বকাপের অধিনায়কত্ব নিয়ে জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা বলেছি, সে-ই অধিনায়ক। বিশ্বকাপ যেহেতু সামনে, অধিনায়কত্বে বদল নিয়ে কোনো কথা হয়নি। এ ধরনের ক্রিকেটারদের কাছ থেকে অবাক হই। এটা আমাদের জন্য দুঃখজনক।’
তবে বিসিবি এখনো তামিমের সিদ্ধান্ত পরিবর্তনের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন পাপন, ‘আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করবো আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না আমরা চেষ্টা করবো। একটা সিরিজ চলছে, ও অধিনায়ক। একজন অধিনায়ক হঠাৎ করে বলা আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না।’
তামিম না ফিরলে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে অধিনায়কত্ব করবেন সহ অধিনায়ক লিটন দাস।

Related Articles

Leave a Reply

Back to top button