বিনোদন

চলে গেলেন পপ গায়িকা কোকো লি

ডিজনি তারকা ও পপ সংগীতশিল্পী কোকো লি আর নেই। কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন তিনি।

গত রোববার আত্মহত্যার চেষ্টা করেন। এরপর হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু কোমা থেকে আর ফেরানো যায়নি।

বুধবার (০৬ জুলাই) মারা গেছেন হংকংয়ে জন্ম নেওয়া এই সংগীতশিল্পী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র ৪৮ বছর।

সামাজিকমাধ্যমে এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন লির বোন ক্যারল ও ন্যান্সি।

ক্যারল ও ন্যান্সি এই পোস্টে লির ক্যারিয়ার নিয়ে লেখেন, গত ২৯ বছরে তিনি অগণিত আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছেন। দুর্দান্ত লাইভ পারফরম্যান্সের জন্য শ্রোতাদের ওপর একটি বিস্ময়কর ছাপ রেখে গেছেন। এই বছর লির গাওয়া ক্যারিয়ারের ৩০তম বছর হিসেবে চিহ্নিত হবে। আমরা ওকে নিয়ে গর্বিত।

কোকো লির সর্বশেষ একক অ্যালবাম এ বছরের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ পায়। মার্চে ফেসবুকে তিনি লিখেছিলেন, গত বছর নাচের অনুশীলনের সময় পায়ে আঘাত পেয়েছিলেন। সেই সমস্যা বেড়ে যাওয়ায় শ্রোণী ও উরুর অস্ত্রপচার করতে হয়েছিল।

২০১১ সালে তিনি হংকং ভিত্তিক সাপ্লাই চেইন জায়ান্ট ‘লি অ্যান্ড ফাং’ এর সাকেব প্রধান নির্বাহী ব্রুস রকোভিজকে বিয়ে করেন। রকোভিজের প্রথম স্ত্রীর পক্ষের দুই মেয়ে রয়েছে লির সংসারে। প্রায় তিন বছর আগে তাদের বিচ্ছেদ গুজব ছড়িয়ে পড়ে, যদিও লি সেটি স্বীকার করেননি।

Related Articles

Leave a Reply

Back to top button