সাহিত্য ও বিনোদন

শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হয়েছে; পিবিআইয়ের রিপোর্ট প্রত্যাখ্যান সালমানের মা’র

হত্যাকাণ্ডের শিকার নন সালমান, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে তিনি বেছে নিয়েছিলেন আত্নহত্যার পর। তিন বছরেরও বেশি সময় তদন্তের পর প্রকাশিত রিপোর্টে এ বিষয়গুলোই তুলে এনেছে পুলিশের তদন্ত সংস্থা পিবিআই।

তবে পিবিআইএর রিপোর্ট প্রত্যাক্ষান করেছেন সালমানের মা নীলা চৌধুরী। নিউজনাউবাংলাকে দেয়া সাক্ষাৎকারে নীলা বলেন, এ তদন্ত রিপোর্টে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হয়েছে। নীলা বলেন, সব ধরণের তথ্য প্রমান থাকার পরও পিবিআই কেন এ ধরনের রিপোর্ট উপস্থাপন করেছে তা আমার বোধগম্য নয়। এ তদন্ত রিপোর্ট সম্পূর্ণ মনগড়া।

অন্যদিকে, সালমান শাহ হত্যা মামলায় দেয়া পিবিআইয়ের রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন তার মামা আলমগীর কুমকুম। নিউজনাউবাংলার সঙ্গে আলাপকালে কুমকুম  বলেন, বিষয়টি নিয়ে উচ্চ আদালতে যাব। যতদিন বেঁচে থাকবো সালমান ভক্তদের নিয়ে আন্দোলন করে যাব।

পিবিআইর প্রতিবেদন প্রশ্নবিদ্ধ উল্লেখ করে আলমগীর কুমকুম নিউজনাউবাংলাকে বলেন, শাবনূর সম্পর্কে পিবিআই যে কথা বলেছে তার কোনও ভিত্তি নেই। সালমান যদি শাবনূরকে ভালোবাসতো তাহলে সামিরাকে কেন বিয়ে করলো?  মৌসুমী কে কেন করলো না? প্রয়োজন হলে শাবনূরকে প্রকাশ্য আনা হোক তাকে জিজ্ঞাসা করা হোক।

সালমান তার স্ত্রী সামিরার কাছ থেকে সন্তান না পাওয়া এবং দাম্পত্য কলহের বিষয়ে আলমগীর কুমকুম বলেন, সামিরা একবার গর্ভবতী হয়েছিল। কিন্তু সালমানের অজান্তে সামিরা বাচ্চাটি নষ্ট করে। তারপর সালমান শাহ সামিরার ওপরে রেগে গিয়েছিল এমনকি তখন সে সামিরাকে ডিভোর্স দেয়ার কথা বলেছিল। কিন্তু আমরা পরিবার থেকে সালমান শাহকে ডিভোর্স না দেওয়ার জন্য বলি। পিবিআই এর রিপোর্টে পারিবারিক কলহের যে কথা বলা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। সালমানের সঙ্গে পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল। এছাড়া পিবিআই যে সালমান শাহ’র যে বন্ধুদের সাক্ষ্য নিয়েছে তারা কি সত্যি সালমানের বন্ধু ছিল? তারা সবাই সামিরার বর্তমান স্বামীর বন্ধু। সুতরাং পিবিআই’র এ রিপোর্ট আমরা মেনে নিতে পারছি না।

আলমগীর কুমকুম বলেন, পৃথিবীতে একমাত্র সালমান শাহ-এ এমন একজন তারকা, যার জন্য ৪৬ জন ভক্ত আত্মাহুতি দিয়েছেন। এর বিচারও হওয়া দরকার। তিনি বলেন, সামিরাকে সালমান ডিভোর্স করার সিদ্ধান্ত নেওয়ার এক রাতের মধ্যেই তাকে সরিয়ে দেওয়া হয়।

এছাড়া সালমান হত্যার রিপোর্ট প্রকাশ নিয়ে ক্ষুব্ধ সালমান ভক্তরা। পিবিআই’র রিপোর্ট নিয়ে নিউজনাউবাংলার প্রতিবেদকের সঙ্গে কথা হয় বেশ কয়েকজন সালমান ভক্তের। স্বপন মাহমুদ নামে এক সালমান ভক্ত বলেন, একজন স্বপ্নের নায়ক এভাবে আত্মহত্যা করতে পারেন না। নিশ্চয়ই এর মধ্য আরও বড় কোনও রহস্য আছে। মামলাটি আরও তদন্ত করা প্রয়োজন।

সোহেল নামে এক ভক্ত বলেন, পিবিআই এর প্রতিবেদন এবং আমাদের অনুমানের সাথে কোনও মিল নেই। তারপর আদালত বিষয়টি যাচাই করবেন এই আশায় আছি। সৌরভ বলেন, জনপ্রিয়তার শীর্ষে থাকা একজন কেন আত্মহত্যা করবেন। আশা রাখি কোর্ট সালমান হত্যার সঠিক রহস্য উদ্ঘাটনে সঠিক পদক্ষেপ নেবেন।

Related Articles

Leave a Reply

Back to top button