জাতীয়

ভারত থেকে এলো ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ

প্রায় ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে।

রোববার দুপুরে ৬ ট্রাক আমদানির পর সন্ধ্যায় আরও এক ট্রাক মরিচ আমদানি হয়েছে।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, দেশের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছেন। ঈদুল আজহার পাঁচ দিনের ছুটি শেষে আজই বন্দরের আমদানি-রপ্তানি শুরু হয়। সবমিলিয়ে আজ ৭ ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। আগামীকাল ১০-১৫ ট্রাক আমদানির সম্ভাবনা রয়েছে। এতে দেশীয় বাজারে দাম কিছুটা কমবে বলে ধারণা করছেন তারা।

ভোমরা কাস্টমস কার্যালয়ের ডেপুটি কমিশনার নিয়ামুল হাসান বলেন, দিনশেষে সাতটি ট্রাকে ৭০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। টন প্রতি রাজস্ব নেয়া হয়েছে ৫০০ মার্কিন ডলার।,

প্রসঙ্গত, দেশের অভ্যন্তরীণ বাজার গুলোতে ইচ্ছামত দাম রাখছেন কাঁচা মরিচ বিক্রেতারা। পাইকারি ও খুচরা বাজারে ৫০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দেশীয় কাঁচা মরিচ।

এদিকে, দেশের বাজারে কাঁচা মরিচের মূল্য বৃদ্ধির কারণে ভারত থেকে মরিচ আমদানি করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের ঘাটতি ও উচ্চমূল্য ঠেকাতে ভারত থেকে এ পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button