খেলা

বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানালো মেসির আর্জেন্টিনা

বাংলাদেশকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল দল।

বুধবার (২৮ জুন) আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়। পোস্টের পোস্টারে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও রদ্রিগো পলের হাস্যোজ্জ্বল ছবির দেখা মেলে। ভেতরে বাংলাদেশিদের উদ্দেশে ইংরেজিতে লেখা ‘ঈদ মোবারক।’

পোস্টের ক্যাপশনে লেখা, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদের আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি ও প্রিয়জনদের সাথে ভাগাভাগি করা স্মরণীয় মুহূর্ত।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা পৌঁছে যায় মেসি-ডি মারিয়াদের কানে। আর্জেন্টিনার বিশ্বকাপজয় পূর্ণতা আনে এই ভালোবাসায়। এতটাই দৃঢ় হয় বন্ধন, আলবিসেলেস্তেদের আঞ্চলিক পার্টনার হিসেবে বাংলাদেশি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিকাশের মাধ্যমে এখন যে কোনো জায়গা থেকে কাটা যাবে আর্জেন্টিনার ম্যাচের টিকেট।

এ ছাড়া, আগামী ৩ জুলাই বাংলাদেশে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

Related Articles

Leave a Reply

Back to top button