রাজনীতি

সরকারের সায় আছে বলেই ধরা পড়ছে পাপিয়া’রাঃ ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ অনুসারেই বিচার হবে যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার। সরকার দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে বলেই পাপিয়ার মতো অপরাধীরা ধরা পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এ সময় কাদের বলেন, সরকারের সায় রয়েছে বলেই, এসব অপরাধী ধরা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের নির্দেশনা রয়েছে।

তিনি আরও বলেন, অপরাধে যুক্ত হবে, দলীয় কিংবা যে পরিচয় থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে।

গত শনিবার দেশ থেকে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াসহ ৪ জনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button