গণমাধ্যম

পানিতে ডুবে শিশুমৃত্যু প্রতিরোধ: পুরস্কার পেলেন ১৩ সাংবাদিক

পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রতিরোধ বিষয়ে সেরা প্রতিবেদনের জন্য পুরষ্কার পেলেন গণমাধ্যমের ১৩ সাংবাদিক। সামাজিক সচেতনায় প্রিয় সন্তানদের এমন মৃত্যু প্রতিরোধ সম্ভব বলে মনে করেন আয়োজকরা।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র নজরুল হামিদ মিলনায়তনে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের সহযোগিতায় গণমাধ্যম উন্নয়ন সংগঠন সমষ্টি এই আয়োজন করে।

 

সমষ্টির পরিচালক মীর মাসরুর জামানের উপস্থাপনায় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি এবং বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে-সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইনের-১৩ সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রদান করা হয়।

 

পুরস্কার প্রাপ্তরা হলেন, আফরিন আপ্পি (দ্য বিজনেস পোস্ট), জিনিয়া কবির সূচনা (চ্যানেল ২৪), পার্থ শঙ্কর সাহা (প্রথম আলো), মাসুদ রানা (জাগোনিউজ), সোহাগী আকতার (সময় ট্রিবিউন), ঝর্ণা মনি (ভোরের কাগজ), কাউসার সোহেলী (মাছরাঙা টিভি), নীলিমা জাহান (ডেইলি স্টার), স্বপ্না চক্রবর্তী (জনকন্ঠ), জাহিদুর রহমান (সমকাল), সজীব আহমেদ (কালের কন্ঠ), আসিফ ইসলাম শাওন (দ্য বিজনেস পোস্ট) এবং আরেফীন তানজীব (চ্যানেল আই অনলাইন)।

Related Articles

Leave a Reply

Back to top button