জাতীয়

৩০ টাকা দরে চাল পাবে এক কোটি পরিবার: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামী জুলাই থেকে তাদের ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল দেওয়া হবে।

আজ রোববার (২৫ জুন) সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বোরো সংগ্রহ অভিযান-২০২৩ এর অগ্রগতি, কার্ডের মাধ্যমে ওএমএস বিতরণ ও সামগ্রিক খাদ্য পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

বোরো সংগ্রহ কার্যক্রম বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, এরইমধ্যে ৬ লাখ ৫৬ হাজার ৫৭৮ টন চাল আমরা ক্রয় করেছি। ধান সংগ্রহ করেছি ১ লাখ ১৫ হাজার ২৭২ টন।

আরও দুই মাস সময় আছে, এ সময়ে আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে বলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

 

Related Articles

Leave a Reply

Back to top button