আন্তর্জাতিক

চীনে কয়লা খনিতে ৫৩ জনের মৃত্যু

গত ফেব্রুয়ারিতে চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় একটি কয়লার খনি আংশিক ধসে পড়ে। ওই ঘটনার চার মাস পর কয়লার খনি ধসে ৫৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত কয়লা খনি ধসে পড়ে। এতে অনেক মানুষ নিখোঁজ হয়েছিল।
 এ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয় জনকে জীবিত ও ছয় জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েকমাস ধরে এ বিষয়ে আর কোনো তথ্য জানায়নি।
বুধবার (২১জুন) রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানিয়েছে, সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭ জনের বেঁচে থাকার জোরালো কোনো লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ধসে পড়া কয়লা খনিতে ‘অনুসন্ধান ও উদ্ধার কাজ শেষ করা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button