খেলা

কানাডা লিগে সাকিব-লিটনের জার্সি প্রকাশ

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব আল হাসান। অন্য একটি দল সারে জাগুয়ার্সের হয়ে জার্সি গায়ে জড়াবেন লিটন দাস।
অন্যদিকে লিটনের দল সারে জাগুয়ার্সে খেলবে হলুদ-বেগুণি রঙের নিশেলে গড়া জার্সিতে, সেই সাথে সামনে নিচের দিকে থাকছে ধাবমান জাগুয়ারের ছাপ। এ দুইজন ক্রিকেটারই সম্প্রতি এ লিগে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,  ‘সাকিব ও লিটনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাকিবকে দু’টি টুর্নামেন্টের জন্যই দেয়া হয়েছে, লিটন তো শুধু কানাডার লিগে খেলবে। আফগানিস্তান সিরিজ শেষ করেই দু’জন কানাডার বিমান ধরবে।’
গ্লোবাল টি টোয়েন্টি লিগ নামে এবারের আসর শুরু হবে ২৯ জুলাই থেকে, ফাইনাল ৬ আগস্ট। অংশগ্রহণ করা ৬ টি দল হলো টরেন্টো ন্যাশনাল, ব্র্যাম্পটন উলভস, মন্ট্রিল টাইগার্স, ভ্যাংকুবার নাইট, সারে জাগুয়ার্স ও মিসিসাগা প্যান্থার্স।
সাকিবের দল মন্ট্রিয়েল টাইগার্সে তিনি ছাড়াও আছেন আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, ক্রিস লিন, শেরফেন রাদারফোর্ড এবং কার্লোস ব্র্যাথওয়েটের মতো ক্রিকেটার। আর দলটির কোচ হিসেবে টাইগারদের সাবেক গুরু ডেভ হোয়াটমোর। নিজের দল সম্পর্কে তিনি বলেন, আমাদের দলে টি-টোয়েন্টিতে বিশেষজ্ঞ কিছু সেরা খেলোয়াড় রয়েছে, আমরা নিঃসন্দেহে খুব ভালো দক্ষ দল গড়েছি।’

Related Articles

Leave a Reply

Back to top button