জাতীয়
২৭ জুন সরকারি ছুটি

সরকার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুনকে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে, সকল জরুরি পরিষেবাসমূহ সরকারী ছুটির আওতার বাইরে থাকবে।
এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি তাদের নিজস্ব কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হবে।