খেলা
হজ পালনে সৌদিতে বাবর-রিজওয়ান

পবিত্র হজ পালনের উদ্দেশে বাবা-মাকে সঙ্গে নিয়ে সৌদি আরবে গেছেন, পাকিস্তানের ক্রিকেটে বিখ্যাত দুই খোলোয়াড় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
রোববার (১৮ জুন) ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান ডটকম বিষয়টি নিশ্চিত করেছে।
মদিনায় মসজিদে নববীর সামনে বাবর-রিজওয়ানের ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমের সঙ্গে তার মা রয়েছেন। এ ছাড়া নিজের মা ও স্ত্রীকে নিয়ে হজে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে লাহোরে ক্যাম্প করছে পাকিস্তান ক্রিকেট দল। তবে ধর্মীয় দিক বিবেচনায় রেখে বাবর এবং রিজওয়ানকে পবিত্র হজ পালনে ছুটি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
জুলাইয়ের শুরুতে দলের সঙ্গে যোগ দেবেন তারা বলে ধারণা করা হচ্ছে।