আদালত

সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের ৫ দিনের রিমান্ড

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (১৮ জুন) জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত এ আদেশ দেন।

এছাড়া এ মামলার দুই আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের ৪ দিন ও জাকিরুল ইসলামের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী।

আইনজীবী ইউনুস আলী বলেন, আমরা রাষ্ট্রপক্ষ থেকে চেয়ারম্যান বাবুসহ এই চারজনের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলাম। বিচারক দুইপক্ষের কথা শুনে প্রধান আসামি বাবুকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অপর আসমিদের মধ্য দুই আসামি রেজাউল করিম ও মনিরুল ইসলাম মনিরের ৪ দিন ও জাকিরুল ইসলামের ৩ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে, আরেক শুনানিতে এই মামলার ৯ অপর ৯ আসামির রিমান্ড শুনানি হয়। সেখানে আদালত ৪ জনকে ৪ দিন ও ৫ জনের পাচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আসামিরা হলেন, মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫), মো. তোফাজ্জল (৪০), আইনাল হক (৫৫), কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০)।

গতকাল শনিবার (১৭ জুন) পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজন ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button