খেলা

টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ আফগান কোচ

আফগানদের বিপক্ষে রানের দিক থেকে ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ জয় পায় বাংলাদেশ। টাইগারদের এই ঐতিহাসিক জয়ে ভূয়সী প্রশংসা করেছেন আফগান কোচ জোনাথন ট্রট।

আফগান কোচ বলেন, বাংলাদেশ বেশি ভালো খেলেছে এবং নিজেদের কাজটি তারা ধারাবাহিকভাবে করেছে। লাইন-লেংথ ধরে রেখে টানা বোলিং করেছে। আমরাও সেই চেষ্টা করেছি, কিন্তু পারিনি।

ট্রট বলেন, বাংলাদেশের ব্যাটসম্যানরা লম্বা সময় ধরে ব্যাটিং করেছে। নাজমুল হোসেন শান্ত জোড়া সেঞ্চুরি করেছে। এটিও দেখিয়েছে টেস্ট ক্রিকেটে আসলে আদর্শ কী! আমার মতে, টাইগার স্পিনাররাও ভালো করেছে। অন্যদিকে আমাদের স্পিনাররা নিখুঁত বোলিং করতে পারেনি।

আফগান কোচ আরো বলেন, হেরে যাওয়া অবশ্যই হতাশাজনক। একদম শুরু থেকেই আমরা ভালো খেলতে পারিনি। প্রায় ২৭ মাস কোনো টেস্ট খেলিনি আমরা। ক্রিকেটাররা ৪ দিন আগে আসে এখানে। টেস্ট ম্যাচের জন্য যথার্থ প্রস্তুতি নিতে এবং প্রতিদ্বন্দ্বিতা করতে আরও ভালো কিছু করতে হতো। সব কিছু মিলিয়েই হতাশাজনক।

Related Articles

Leave a Reply

Back to top button