সন্ধ্যায় অস্ট্রেলিয়া-আর্জেন্টিনার প্রীতি ম্যাচ

চীনে এক প্রীতি ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওয়ার্কার্স স্টেডিয়ামে খেলা শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নল্ড বলেন, ‘অবশ্যই সে দুর্দান্ত খেলোয়াড়, তবে বিশ্বকাপে ৪৩ মিনিট পর্যন্ত আমরা ভালোই আটকে রেখেছিলাম আমরা। একই জিনিস আবারও করব আমরা। শুধু তার ক্ষেত্রেই নয়, তাদের বেশ কিছু অসাধারণ খেলোয়াড় রয়েছে। তাই কেবল একজন খেলোয়াড়ের ওপরই মনযোগ রাখতে পারি না। তবে তার পায়ে বল গেলে অবশ্যই খুব সতর্ক থাকব আমরা। আমাদের পরিকল্পনা থাকবে তাকে নিয়ে। ’
অস্ট্রেলিয়াকে নিয়ে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমরা ঠিক আছি। আকর্ষণীয় এক ম্যাচ, খুব ভালো প্রতিপক্ষের বিপক্ষে খেলতে এমনিতেই ভালো লাগে। আমরা প্রস্তুত আছি যদিও সফরটা দীর্ঘ ছিল এবং কিছু বিপত্তিও। আমরা ভালো খেলা উপহার দিতে চাই এবং দল হিসেবে উপভোগের ধারাটা ধরে রাখতে চাই। ’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশের মধ্যে রয়েছে এমিলিয়ানো মার্তিনেস, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেরন্দি, মার্কো আকুইনা, রদ্রিগো দে পল, এনসো ফার্নান্দেস/লেন্দ্রো পারদেস, লো সেলসো, লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, নিকো গনসালেস/হুলিয়ান আলভারেস।