আন্তর্জাতিক

কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বোস বিমানবন্দরে আগুন

কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার (১৪ জুন) রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানবন্দর থেকে বেরোনোর ৩-এ গেটের কাছে চেকিংয়ের জায়গায় ১৬ নম্বর ডিপাচার কাউন্টারের পাশে হঠাৎ ধোঁয়া দেখা যায়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দর চত্বর। সঙ্গে সঙ্গে যাত্রী ও বিমানবন্দর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। পরে আরও ছয়টি ইউনিট এসে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button