শিশুদের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করাই সবচেয়ে সুন্দর কাজ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, শিশুদের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করাই সবচেয়ে সুন্দর কাজ। তিনি বলেন, প্রতিটি শিশুকে উন্নত বাংলাদেশের নাগরিক হিসেবে গড়ে তুলতে সবক্ষেত্রে তাঁদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) এর উদ্যোগে ‘গৃহকাজে নিয়োজিত শিশুর সুরক্ষা ও অধিকার, বিদ্যমান আইনী বাস্তবতা’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, শিশু সুরক্ষায় আইনের প্রয়োজনীয়তা রয়েছে, তবে শুধু আইন দিয়ে তাঁদের সুরক্ষা দেয়া রাষ্ট্রের পক্ষে কঠিন কাজ। গৃহকর্মে নিয়োজিত শিশুর মৌলিক অধিকার বাস্তবায়নে তাঁদেরকে গৃহকর্তার সন্তানের মত করে বিবেচনা করতে হবে। স্মার্ট বাংলাদেশে গৃহকর্মী নিয়োগে বিধিমালা তৈরি করতে হবে।
সংলাপে সংসদ সদস্য ও হুইপ রওশন আরা মান্নান, মীর মোস্তাক আহমেদ রবি এমপি, আরমা দত্ত এমপি ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, স্মার্ট বাংলাদেশে প্রতিটি শিশুর জন্য প্রাথমিক শিক্ষার সাথে মাধ্যমিক শিক্ষাও বাধ্যতামূলক করতে হবে। এর মাধ্যমে শিশু শ্রমিক নিয়োগ অনেকাংশে কমে যাবে।