খেলা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের খসড়া সূচি প্রকাশ

ভারতে ওয়ানডে বিশ্বকাপের আসর শুরু হতে যাচ্ছে চলতি বছরের অক্টোবরে।

এখনো সূচি চূড়ান্ত না হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই বিশ্বকাপের জন্য একটি খসড়া সূচি ইতোমধ্যে আইসিসির কাছে পাঠিয়েছে।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের এবারের আসরের। সেমিফাইনাল দুটি হবে ১৫ ও ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১ মাস ১৪ দিনের এই মহাযজ্ঞের।

খসড়া সূচি অনুযায়ী, বাংলাদেশ বনাম ভারতের ম্যাচটি মাঠে গড়াবে ১৯ অক্টোবর। ভেন্যু নির্ধারণ করা হয়েছে পুনে। ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেনসে।

জানা গেছে, আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করা হতে পারে চূড়ান্ত সূচি।

Related Articles

Leave a Reply

Back to top button