আন্তর্জাতিক

সুদানে জাতিসংঘ দূতকে অবাঞ্ছিত ঘোষণা

সংঘাত কবলিত সুদান সেদেশে জাতিসংঘ মিশনের প্রধান ভলকার পার্থেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। কয়েক সপ্তাহ আগেই সেনাপ্রধান তার ওপর সংঘাত উসকে দেওয়ার অভিযোগ আনেন এবং তার অপসারণ চান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে যে, সুদান প্রজাতন্ত্রের সরকার জাতিসংঘ মহাসচিবকে অবহিত করে  ঘোষণা করছে যে, আজ থেকে ভলকার পার্থেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

মন্ত্রণালয় সূত্র আল জাজিরাকে বলেছে যে, পার্থেসকে অবাঞ্ছিত ঘোষণা করা হলেও মিশন তার কাজ চালিয়ে যেতে পারবে।

জাতিসংঘ মিশনের টুইটার থেকে জানা গেছে, বৃহস্পতিবার পার্থেস কূটনৈতিক আলোচনায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ছিলেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান পার্থেসের ওপর দোষ চাপিয়ে যে চিঠি দিয়েছিলেন, তাতে তিনি দুঃখ পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button