আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ায় জোয়ারের পানিতে ৮ শিক্ষার্থী নিহত নিখোঁজ ৫
ইন্দোনেশিয়ার ইউগিয়াকারতা প্রদেশে জোয়ারের পানিতে ভেসে কমপক্ষে ৮ স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় এখনও অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে বলে দুর্যোগ প্রশমন কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার প্রায় ২৫০ জন স্কুল শিক্ষার্থী নদীর তীরে হাঁটছিল, এ সময় প্রবল জোয়ার তাদের অনেককে পানিতে ভেসে যায়।
জাতীয় দুর্যোগপ্রশমন সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আগুস উইবোও শুক্রবার বলেছিলেন, ‘শিক্ষার্থীরা যখন নদীর তীরে নেমেছিল তখন বৃষ্টি হচ্ছিল না, তবে এর কিছুক্ষণের মধ্যে প্রবল জোয়ার ও বড় বড় ঢেউ উঠে এসেছিল।’
তিনি আরও জানান, নিখোঁজ শিক্ষার্থীদের অনুসন্ধান ও উদ্ধারকাজে সহায়তার জন্য পুলিশ, অনুসন্ধান ও উদ্ধার সংস্থা এবং সেনাবাহিনীর যৌথ বাহিনী কাজ করছে।
ইউগিয়াকারতা দুর্যোগ প্রশমন সংস্থার প্রধান বিভারা ইউসায়ান্তানা বলেছেন যে কমপক্ষে পাঁচ জন ছাত্র এখনও নিখোঁজ রয়েছে।