রাজনীতি

আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারী থাকতে পারবে না: দিপু মনি

বমুজিববর্ষ উপলক্ষে আওয়ামী লীগে কোন অনুপ্রবেশকারী থাকতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি। তিনি বলেন, যারা আছে তাদের চিহ্নিত করে দল থেকে বের করে দেওয়া হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে ময়মনসিংহ বিভাগের অধীনে সকল জেলার সভাপতি-সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের নিয়ে বিশেষ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

দিপু মনি বলেন, এ সংগঠনে কোন মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধী, সন্ত্রাস, অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে। চিহ্নিত সন্ত্রাসী, দুনীর্তিবাজ, দখলবাজ, চাঁদাবাজদের থেকে সর্তক থাকতে হবে সবাইকে। আর যদি দলে কোন অনুপ্রবেশকারী, মুক্তিযুদ্ধের চেতনায় বিরোধী, সন্ত্রাসী থাকে তাদেরকেও দল থেকে বাদ দেওয়া হবে। এজন্য সকল নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনির সভাপতিত্ব যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, শফিকুল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল।

Related Articles

Leave a Reply

Back to top button