জাতীয়

সরকারি খরচে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ স্থগিত

আকাশপথে সরকারি ব্যয়ে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বুধবার (৩১ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপের অংশ হিসাবে, সরকারি খরচে বিমানে প্রথম শ্রেণিতে বিদেশ ভ্রমণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংক্রান্ত সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন বলেও জানান তিনি।
গত বছরের ১২ মে রিজার্ভের ওপর চাপ কমাতে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধের নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়।
এরপর ওই বছরের ১৯ সেপ্টেম্বর বিদেশ ভ্রমণের শর্ত কিছুটা শিথিল করে সরকার। কিন্তু ৯ নভেম্বর আবারও কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button