আন্তর্জাতিক

প্রেসিডেন্ট এরদোয়ানকে বিশ্বনেতাদের অভিনন্দন!

তুরস্কে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এর মধ্য দিয়ে তুরস্কে এরদোয়ানের ২০ বছরের ক্ষমতা আরও দীর্ঘায়িত হলো। যদিও এখন পর্যন্ত সরকারিভাবে এরদোয়ানের বিজয়ের ঘোষণা আসেনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি এরদোয়ানের জয়ের কথা নিশ্চিত করেছে।
সংবাদ সংস্থাটি বলেছে, ৯৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এরপর এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ। এদিকে পরবর্তীতে এরদোয়ানও তার বিজয় দাবি করেছেন এবং সমর্থকদের উদ্দেশে গান গেয়ে ভাষণ দিয়েছেন।
এরদোয়ানের জয়ে ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তাকে অভিনন্দন জানানো শুরু করেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি নতুন করে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।
লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ এ বিজয়কে এরদোয়ানের সফলতা ও নীতির প্রতি তুরস্কের জনগণের আস্থা হিসেবে উল্লেখ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী এরদোয়ানের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়াকে প্রশ্নাতীত বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ফিলিস্তিন, আজারবাইজান, সার্বিয়া থেকেও এরদোয়ানকে অভিনন্দন জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button