জাতীয়

আগারগাঁও থেকে সিসি ক্যামেরায় গাজীপুরের নির্বাচন দেখছে ইসি

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে গাজীপুর সিটি নির্বাচনে সব কেন্দ্রের ভোট পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন (ইসি)।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থাপিত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ভোট দেখছেন নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পৌনে ১২ লাখ ভোটারের গাজীপুর সিটি নির্বাচনে ৪৮০ কেন্দ্রে ভোট চলছে। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।
সকাল থেকেই সিসি ক্যামেরায় নজর রাখছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান। কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন এ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সুন্দরভাবে করার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
ইসির ‘আইডিয়া প্রকল্পে’র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল রয়েছে। তাতে জননিরাপত্তা বিভাগ, পুলিশ হেডকোয়ার্টার, বিজিবি, র‌্যাব ও আর্মড পুলিশের প্রতিনিধিরা রয়েছেন। তারা আগারগাঁও নির্বাচন ভবন থেকে এ নির্বাচন মনিটর করছেন।
এখন পর্যন্ত কোথাও অনিয়মের খবর পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Back to top button