জাহাঙ্গীর আলমকে আবারো দুদকে তলব

দুর্নীতি দমন কমিশন (দুদক) গাজীপুরের বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমকে, প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য আবারও তলব করে চিঠি দিয়েছে।
নোটিশে আগামী ৬ ও ৭ জুন দুদকের প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দেয়ার অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুদকের জনসংযোগ বিভাগ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।
দুদকের এক কর্মকর্তা বলেন, জাহাঙ্গীরের বক্তব্য নেয়ার জন্য দ্বিতীয় দফায় চিঠি দেয়া হয়েছে। তিনি এক মাসের সময় চেয়েছিলেন। সেই আবেদন বিবেচনায় নিয়ে তাকে আজ চিঠি পাঠানো হয়েছে।
এর আগে ভুয়া ব্যাংক হিসাবে টাকা অবৈধ লেনদেন, বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে পাঠানো নোটিশে ২১ ও ২২ মে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছিল।
গত ২১ মে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।