জাতীয়

ঢাকা ওয়াসায় নতুন চেয়ারম্যান নিয়োগ

ঢাকা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুজিত কুমার বালা। সোমবার (২২ মে) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে নতুন চেয়ারম্যান নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন-১৯৯৬ এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্যগণের মধ্য হতে সুজিত কুমার বালাকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। একই আইনের ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্বতন চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
তবে ওয়াসা সংশ্লিষ্টরা জানান, ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। আর এর জেরেই চেয়ারম্যান তার পদ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button