অর্থ বাণিজ্য

আবারও বাড়ল স্বর্ণের দাম

প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে স্বর্ণের। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এর দেয়া নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের ক্রয়মূল্য এখন ৬১ হাজার ৫২৭ টাকা।

বাজুসের দেয়া তথ্য অনুযায়ী  বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন মূল্য কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বাড়ার কারণে এ মূল্য বাড়িয়েছে বাজুস।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ হাজার ৫২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ৫৪ হাজার ১৭৯ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৪১ হাজার ৪০৭ টাকা।

নতুন নির্ধারিত দরে ২২, ২১ ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ১৬৬ টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button