বিনোদুনিয়া

গাজীপুরে চিরনিদ্রায় শায়িত চিত্রনায়ক ফারুক

বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

মঙ্গলবার রাত ৯ টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার পর তাকে সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে দাফন সম্পন্ন হয়। প্রচন্ড ঝড় বৃষ্টি উপেক্ষা করে জানাযায় মানুষের জনসমুদ্রে পরিণত হয়।

নামাজে জানাযার আগে চিত্র নায়ক ফারুককে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. আস সাদিক জামান। এ সময় সঙ্গে ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফয়েজুর রহমান।

এ সময় মরহুমের মরদেহ সামনে নিয়ে জানাযায় উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন চিত্রনায়ক ফারুকের ছেলে রওশন হোসেন শরৎ। পরে চিত্রনায়ক ফারুকের নামাজে জানাযা পড়ান সোমটিওরী কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা আবু সাঈদ।

Related Articles

Leave a Reply

Back to top button