বিনোদন

অপু-বুবলীকে চুপচাপ থাকার নির্দেশ দিলেন ডিপজল

স্বামী শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস আর বুবলীর কাঁদা ছোঁড়াছুঁড়ি চলছেই। কখনো মিডিয়ার সামনে, কখনোও বা সামাজিক মাধ্যমে। বিষয়টি ভালো চোখে দেখছেন না ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা ডিপজল।
মঙ্গলবার (৯ মে) আমিনবাজারের বাড়িতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডিপজল। সেখানেই নানান প্রসঙ্গের মাঝে উঠে আসে চলমান শাকিব-বুবলীর ইস্যুটি। সে সময় ডিপজল বলেন, ‘অপু-বুবলীর কাছে রিকোয়েস্ট, তোমরা চুপচাপ থাকো। কোনও কিছু হলেই মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে লোকজনকে জানালে তারা আমাদেরই খারাপ জানবে। চুপ থাকো।’
এ সময় শাকিবের পক্ষ নিয়ে এ খল অভিনেত আরও বলেন, ‘শাকিব যদি আরও বিয়ে করে রাখতে পারে, তাহলে এটা তার ব্যাপার। আর মুসলিম হিসেবে তো চার বিয়ে করা যায়! ইন্ডিয়ান আর্টিস্টরা তো একাধিক বিয়ে করে। অন্য পেশায় যারা আছে, তারাও তো একাধিক বিয়ে করে, তাহলে দোষের কী? তার যথেষ্ট সামর্থ্য আছে বিয়ে করে খরচ দেয়ার। তার ব্যক্তিগত এসব নিয়ে কথা বলা, মাখামাখি, বদনাম বন্ধ করা উচিত। বরং শাকিবকে একটু ভালো পরামর্শ দেয়া উচিত। যাতে তার আরও ভালো কিছু করার থাকে।’

Related Articles

Leave a Reply

Back to top button