
আন্তর্জাতিক
ভারতে হাউসবোট ডুবে নিহত ২০
ভারতের থুভাল থিরম পর্যটক এলাকায় হাউসবোট ডুবে দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে।
রবিবার (৭ মে) সন্ধ্যা ৭টায় থুভাল থিরম পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই হাউসবোটে প্রায় ৩০ জনের অধিক যাত্রী ছিলেন বলে দাবি। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, দমকল। উদ্ধারকাজ সহযোগিতা করছেন স্থানীয়রাও। [সূত্র- আনন্দবাজার ও এনডিটিভি]
স্থানীয় বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরালার ক্রীড়া বিষয়ক মন্ত্রী ভি আবদুর রহমান। তিনি বলেন, মৃতদের অনেকেই নারী ও শিশু। স্কুল ছুটি থাকায় তাঁরা হাউসবোটটিতে ভ্রমণের জন্য গিয়েছিলেন।
সাংবাদিকদের কেরালার এই মন্ত্রী বলেন, হাউসবোটটি উল্টে যায়। এখনো অনেকে সেটির নিচে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। তাঁদের বের করে আনতে হবে। কী কারণে নৌকাটি উল্টে গেছে তা জানা যায়নি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখবে।
এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ ছাড়া ঘটনায় সমবেদনা জানিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।