রাজনীতি

বিশ্বাস হয় না বেগম জিয়াকে মুক্ত করতে পারবো; এটাই বাস্তবতা:মঈন খান

 

আমার বিশ্বাস হয় না বেগম জিয়াকে মুক্ত করতে পারবো। দেশের বর্তমান পরিস্থিতি ও বাস্তবতা বিশ্লেষণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমানে দেশের মানবাধিকার পরিস্থিতি কী- তা পর্যালোচনা করেই আমাদের ঠিক করতে হবে আমরা কিভাবে বেগম জিয়াকে মুক্ত করতে পারবো।’

রবিবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে গণতন্ত্র ফোরাম আয়োজিত বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আমরা কোনও অগণতান্ত্রিক পরিবর্তন চাই না। শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন করতে চাই। আজকে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিকভাবেই এগোতে হবে।’

প্রতিবাদ সভায় নাগরিক ঐক্যের আহব্বায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে- আপনারা কিভাবে বেগম জিয়াকে মুক্ত করবেন। আপনাদের যদি ঐক্যফ্রন্ট ভালো না লাগে, যদি মনে হয় আর কারও দরকার নেই আমরা নিজেরাই পারবো- তাও ঠিক। কিন্তু বেগম জিয়ার মুক্তি কিন্তু লড়াই ছাড়া হবে না। তাঁর মুক্তির একটাই পথ- সেটা হচ্ছে লড়াই।’’

Related Articles

Leave a Reply

Back to top button