বিনোদুনিয়া

পাইরেসির কবলে পড়ে থানায় জিডি করল ‘জ্বীন’

এবারের ঈদ মুক্তি পেয়েছে আটটি সিনেমা। এরমধ্যে অন্যতম ‘জ্বীন’। মুক্তির প্রথম দিন থেকেই আলোচনায় রয়েছে ছবিটি। তবে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটির জন্য রয়েছে একটি দুঃসংবাদ। সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে।
এ অভিযোগে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাজ মাল্টিমিডিয়ার জেনারেল ম্যানেজার মো. আবু বকর। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন প্রযোজনা সংস্থার কর্ণধার আব্দুল আজিজ।
জিডিতে উল্লেখ করা হয়েছে, সিনেমা হল থেকে অবৈধভাবে ‘জ্বীন’ চলচ্চিত্রটি ধারণ করে ‘টি ফর তাসনিয়া’ নামে একটি ফেসবুক পেজ থেকে পাইরেসি করেছে। চলচ্চিত্রটির ধারণকৃত ভিডিও বিভিন্ন খণ্ডিত অংশের হাসি, তামাশা, উসকানিমূলক ও ব্যাঙ্গাত্মক শব্দ ব্যবহার করে কারো প্রচারণায় প্রণোদিত হয়ে গত ২৩ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘টি ফর তাসনিয়া’ নামের ফেসবুক পেজে প্রকাশ করে অপপ্রচার চালায়।
আরও উল্লেখ করা হয়েছে, চলচ্চিত্রটির ভিডিও পাইরেসি এবং কটাক্ষ উক্তি ফেসবুক পেজে প্রচার করায় জাজ মাল্টিমিডিয়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে ও ‘জ্বীন’ চলচ্চিত্রটি বড় অংকের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হতে পারে বলে ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করা হলো।
ভৌতিক গল্পে তৈরি হয়েছে  ‘জ্বীন’। এতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা সজল নূর। তার সঙ্গে জুটি বেঁধেছেন পূজা চেরী। সিনেমাটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।

Related Articles

Leave a Reply

Back to top button